রেডিও প্রেমী পরিবার “আনন্দধারার” ১৩ তম বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হলো বীরভূমের আদিত্যপুরে

শম্ভুনাথ সেনঃ

রেডিওপ্রেমী শ্রোতা লেখকদের নিয়ে বীরভূমে গড়ে উঠেছে “আনন্দধারা” পরিবার। প্রতিবারের মতো এবারও সাড়ম্বরে পরিবারের ১৩ তম বার্ষিক মিলনমেলা ১১ মে অনুষ্ঠিত হলো বীরভূমের বোলপুর সংলগ্ন আদিত্যপুর উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরভূমের অন্যতম রেডিওপ্রেমী প্রবীণ ব্যক্তিত্ব চারুচন্দ্র রায়। এছাড়া আসন অলংকৃত করেন আকাশবাণী শান্তিনিকেতনের সঞ্চালক সুমন মিশ্র, লেখক সুব্রত মুখার্জি, পাপিয়া পাটোয়ারী, মানসী ঘোষ প্রমুখ। উল্লেখ্য, বীরভূমের রেডিওপ্রেমী শ্রোতাদের নিয়ে সত্যজিৎ দাসের উদ্যোগে ২০১০ সালে এই “আনন্দধারা” পরিবারের জন্ম হয়। এবারের এই ১৩ তম অনুষ্ঠানের আয়োজনে ছিলেন সজল কর্মকার, মৃত্যুঞ্জয় সামন্ত, সুলেখা কর্মকার, সুপ্রভাত দাস সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে হলদিয়া, হুগলী, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম সহ প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে অন্তত ১৩০ জন রেডিওপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত বর্তমান সময়ে রেডিও শ্রোতাদের নিয়ে রাজ্যে বিভিন্ন পরিবার তৈরি হয়েছে। তাঁদের মধ্যে প্রাত্যহীকি পরিবার, বেতার বন্ধন, মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার, এ.জে.সি.বোস বেতার পরিবার সেইসঙ্গে বীরভুমের “আনন্দধারা”। এদিন প্রথমেই উপস্থিত সদস্যদের পরিচয় পর্ব দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া রেডিও শ্রোতাদের নানা স্মৃতিকথা, কবিতা আবৃত্তি, গান, নৃত্য অনুষ্ঠিত হয়। প্রকাশিত হয় সত্যজিৎ দাসের সম্পাদনায় আনন্দধারার ১৩ তম “বার্ষিক সংকলন সংখ্যা”। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বীরভূমের অন্যতম রেডিওর প্রাত্যহিকী লেখক তানজিলাল সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *