ফের অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর সহ তিন ব্যক্তি ধৃত সিউড়ি এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

অবৈধ বালি পাচার রোধে জেলা প্রশাসন রাতভর অভিযান চালিয়ে যাচ্ছেন। তথাপি একশ্রেণীর পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে পাচার অব্যাহত রয়েছে। পুলিশের গতিবিধি লক্ষ্য রেখে বালি পাচারের সময় এবং রাস্তা পরিবর্তন করে বালি পাচার চলছিল। সেরূপ গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী রাতে টহলদারির সময় এবং রাস্তা পরিবর্তন করতেই অবৈধ বালি ভর্তি দুটি ট্রাক্টর সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবার ভোর ৫.০০ টায়। জানা যায় যে সারা রাতব্যাপী তদারকির সময় ১৪ নম্বর জাতীয় সড়কের উপর সিউড়ি পল্লীর দাতাবাবা গেটের কাছে, দুটি সিউড়ি গামী বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। ঘটনাস্থলেই একজন চালক সহ অন্য দুজনকে আটক করা হয়। বাকি আরো দুজন পালিয়ে যায়। পুলিশের জেরায় ধৃতরা সকলেই স্বীকার করেছে যে তারা তিলপাড়ার ময়ূরদক্ষী নদী এবং মহম্মদ বাজারের খয়রাকুড়ির অবৈধ বালি ঘাট থেকে নিয়মিত বালি উত্তোলন করে হাটজনবাজারে পাচার তথা বিক্রি করত। তারা ই-চালান ছাড়াই প্রতিদিন সকালে অবৈধভাবে বালি পরিবহন করত বলে ধৃতদের স্বীকারোক্তি। আটককৃত বালি বোঝাই ট্রাক্টর দুটি সিউড়িতে জেলা শাসকের গাড়ি পার্কিংয়ে রাখা হয়েছে। পাশাপাশি ধৃতদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিউড়ি থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *