গিটারিষ্টরা ছন্দে ছন্দে, সুরে সুরে ভরিয়ে দিল মন

দীপককুমার দাসঃ

শনিবার ঝড় বৃষ্টির সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদন মুখরিত হল গিটারের সুমধুর সুরে। গিটারের তারে ধ্বনিত হলো হৃদয়েয় কথা।সুরে সুরে বাঁধা পড়লো শ্রোতাদের মন।ষ্টার্ফ অ্যান্ড ট্যাব গিটার একাডেমীর ১৯তম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সিউড়ির রবীন্দ্র সদনে। সেখানে এই সংস্থার শতাধিক ছাত্র ছাত্রী গিটারের সুরে শোনালো একের পর এক গান। দেশাত্মবোধক গানের সুর মূর্চ্ছনায় মধ্যে দিয়েই শুরু হয় এদিনের অনুষ্ঠান। এরপর গিটারিস্টরা কখনো একক, কখনো সমবেত ভাবে শোনান রবীন্দ্র সংগীত, লোকগীতি, রক, ব্যান্ডের গান থেকে জনপ্রিয় বাংলা হিন্দি গান।

আর বর্ষণসিক্ত সন্ধ্যায় গিটারের তারের কম্পনে ধ্বণিত হল বিভিন্ন স্বাদের সঙ্গীত। সঙ্গীত প্রিয় দর্শকদের উপস্থিতিতে তৈরি হয়েছিল এক সুন্দর পরিবেশ। ষ্টার্ফ অ্যান্ড ট্যাব গিটার একাডেমীর সম্পাদিকা সমাপ্তি দাস জানান, এদিন গিটারের মাধ্যমে শতাধিক ছাত্র ছাত্রী লোকগীতি, রবীন্দ্র সংগীত, হিন্দি গান, বাংলা গানের পাশাপাশি রক ও ব্যান্ডের গান পরিবেশন করে। এরজন্য তিনমাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল। আজ তাদের সুন্দর উপস্থাপনা দর্শকদের মন জয় করে নিয়েছে। এদিন এই অনুষ্ঠান দেখতে সিউড়ির রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন সংস্কৃতিপ্রেমী বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *