নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সমাবেশ ও ডেপুটেশন সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে অতি দ্রুত ৫০ হাজার শূন্যপদ সহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সমাবেশ ও জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান কর্মসূচি পালিত হয়। আয়োজকের ভূমিকায় ছিলেন ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণ বীরভূম জেলা চাকরি প্রার্থীবৃন্দ। আন্দোলনকারীদের বক্তব্য ডি এল এড প্রশিক্ষিত ও ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীগণ গত ২০১৭ সাল থেকে দীর্ঘ পাঁচ বছর প্রতিক্ষার পর ২০২২ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আজ প্রায় তিন বছর কোন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বঞ্চিত। অর্থাৎ সঠিক সময়ে নিয়মিত ভাবে টেট পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় আমরা সাত বছরের অধিক সময় ধরে কোন রকমের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারিনি।রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশিকা ও যোগ্যতার সমস্ত শর্ত পূরণ করেও এখনো নিয়োগের অপেক্ষায় রয়েছি। বীরভূম জেলায় ২৪০১ টি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার গুণগতমানকে আরো উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আগামী প্রাথমিক শিক্ষক নিয়োগে ন্যূনতম পঞ্চাশ হাজার শুন্যপদ সহযোগে বিজ্ঞপ্তি প্রকাশে হস্তক্ষেপ করে আমাদের অন্ধকারে নিমজ্জিত ভবিষ্যতে রক্ষা করুন। আমাদের শীতঘুমে যাওয়া স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে সহায়তা করুন- এরূপ কাতর আবেদনের কথা ব্যক্ত করেন।পাশাপাশি এও বলেন দির্ঘদিন নিয়োগ হচ্ছেনা।মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তোলেন চাকরি প্রার্থীরা। এদিন তাদের প্রতি বঞ্চনার কথা বলতে গিয়ে অঝরে কেঁদে ফেলেন চাকরি প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *