
সেখ রিয়াজুদ্দিনঃ
গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুদের পুষ্টিকর খাবার দেয়া হয় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে। সেই সাথে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়ার কথা কেন্দ্রগুলোতে। কিন্তু কেন্দ্রের পরিকাঠামো, পরিষেবা ইত্যাদি বিষয় নিয়ে প্রতিনিয়ত অভিযোগ শুনতে পাওয়া যায়। সেরূপ দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামপঞ্চায়েতের নারায়ণপুর মুসলিমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে।যা শেষ পর্যন্ত বিডিও অফিস পর্যন্ত গড়ায়। অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গত ২৮ এপ্রিল থেকে গর্ভবতী,প্রসূতি ও বাচ্চাদের খাবারে ডিম দেওয়া হচ্ছে না এবং সঠিক মানের খাবার দেওয়া হচ্ছে না। ঘটনার প্রতিবাদে তিন দফা দাবিতে দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার সকালে ডিওয়াইএফআই এর বক্রেশ্বর লোকাল কমিটির সদস্য শেখ বুরহানের নেতৃত্বে পাড়ার মানুষজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় ঠিকঠাক পরিষেবা না পাওয়ায় ভিত্তিতে। শেখ বুরহান বলেন, এই কেন্দ্র “দীর্ঘদিন ধরে বাচ্চাদের ডিম দেওয়া হচ্ছে না । সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী জ্যোৎস্না বাউড়ী লিখিতভাবে জানিয়ে দেন যে গত দুইমাস যাবৎ ব্লক থেকে কোনো টাকা পাঠানো হয় নি সব্জি, ডিম সহ রান্নার খরচখরচা বাবদ। ডিওয়াইএফআই বক্রেশ্বর লোকাল কমিটির পক্ষ থেকে ব্লক প্রশাসনকে বিষয়টি যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল – বরাদ্দকৃত প্রোটিন সমৃদ্ধ ডিম বন্ধ তার কারন প্রকাশ্যে আনতে হবে।সংশ্লিষ্ট অধিকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরবর্তীতে এরকম ঘটনা যেন না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে । দাবিগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলে ডিওয়াইএফআই নেতৃত্বের বক্তব্য।