
বিপিন পালঃ
২৬ জুন, রবিবার বীরভূম জেলার কাঁকড়তলা থানার হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় হজরতপুর প্রাইমারী স্কুলে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয় রাজ্যজুড়ে চলছে রক্তসংকট। সেই রক্তসংকট মেটাতে আমরা কিছুটা হলেও উদ্যোগী হয়েছি। আজকের স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয়। আজকের স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাঁকড়তলা থানার ও সি শামিম খান, হজরতপুর অঞ্চল পরিচালন কমিটির সদস্য উদয় সৌমন্ডল, মানস পাল, সেখ সুশীল, আলাউদ্দিন ও ব্লক কমিটিররা সহ ডাক্তারবাবুরা, স্বাস্থ্য কর্মীরা ও রক্তদাতারা। উল্লেখ থাকে রক্ত সংগ্রহের আগে ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও বিশিষ্টজনদের বরণ করা হয়।