
সেখ রিয়াজুদ্দিনঃ
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শনিবার বিকেলে খয়রাসোল থানায় ছয়দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়। দাবি সমূহের মধ্যে ছিল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসী কর্মকাণ্ডে পুলিশের সদর্থক ভূমিকা পালন। অবৈধ বালি ঘাট বন্ধ করা। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত কাঁচা রাস্তা ও পাকা রাস্তার উপর ওভারলোডেড বালি ভর্তি যান চলাচল নিয়ন্ত্রণ করা ইত্যাদি। এদিন বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল সহযোগে থানার গেটের সামনে জমায়েত হয়। পরবর্তীতে কয়েকজন দলীয় প্রতিনিধি গিয়ে থানার ওসি র হাতে ছয়দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। এছাড়াও ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা রিতা পাল, জেলার তিন সম্পাদক কৃষ্ণকান্ত সাহা, সুকুমার নন্দী, সঞ্জীব বাদ্যকর প্রমুখ নেতৃবৃন্দ।
