
দীপককুমার দাসঃ
রবিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো নান্দনিক সাংস্কৃতিক সংস্থার বার্ষিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করে ও রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর নান্দনিক সাংস্কৃতিক সংস্থার শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, যোগাসনে অংশ নেয়। একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, একক নৃত্য, সমবেত নৃত্য, আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এদিনের অনুষ্ঠানের মাঝে বার্ষিক পরীক্ষার সফলতা অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিদেরও পুরস্কৃত করা হয়। পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতা অবলম্বনে একটি গীতিকাব্যনাট্য পরিবেশিত হয়। বীরপুরুষ গীতিকাব্যনাট্যে এই সংস্থার কচিকাঁচারা তাদের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখে।

নান্দনিক সাংস্কৃতিক সংস্থার বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঞ্চালক সুশান্ত রাহা, অধ্যাপক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শিক্ষক নিবাস সাহা ও অরুণ দাস, ছবিকবি আব্দুল হালিম মোল্লা এবং সংস্থার সভাপতি সুবল কুমার দাস। নান্দনিক সাংস্কৃতিক সংস্থার সম্পাদক সুশান্ত কুমার দাস বলেন, প্রতিবছরের মতো এবারও বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন এই বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন করা হলো। এদিনের অনুষ্ঠানে নান্দনিক সাংস্কৃতিক সংস্থার প্রায় ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এদিনের অনুষ্ঠান দেখতে সিউড়ির রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন বহু মানুষ।
