বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে প্রবীণ শিক্ষকের প্রয়াণে শোকের ছায়া

শম্ভুনাথ সেনঃ

চলে গেলেন এলাকার এক বিশিষ্ট প্রবীণ শিক্ষক শ্রীধরচন্দ্র দে। বাড়ি বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ‘পণ্ডিতপুর’ গ্রাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে ৬ই জুলাই বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল মানসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঐদিনই সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ ৮ই জুলাই সকাল ৭ঃ৪৫ মিনিটে হৃদযন্ত্রের ব্যর্থতার কারণে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।এই শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নামে শোকের ছায়া। দীর্ঘ গৃহ শিক্ষকতা জীবনে অন্তত কয়েক হাজার ছাত্র-ছাত্রীর শিক্ষক হিসেবেই এলাকায় ছিলেন পরিচিত মুখ।
দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত পণ্ডিতপুর রামকৃষ্ণ আশ্রমের ব্রততীর্থ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্বভার সামলেছেন। কোনো সরকারি বিদ্যালয়ের শিক্ষকতা হিসেবে তকমা না পেলেও গৃহ শিক্ষক হিসেবে এলাকা জুড়েই ছিল তাঁর এক অনন্য পরিচিতি, আলাদা সম্মান। আজীবন তিনি ছিলেন এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষক। ৮ জুলাই দুপুরে বক্রেশ্বর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী,আত্মীয় পরিজন সহ বহু অনুরাগী মানুষজন। রেখে গেলেন এক পুত্র শোভন দে, স্ত্রী রীতা দে সহ আত্মীয় পরিজন ও অগণিত গুণমুগ্ধ ছাত্র-ছাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *