সাধারণ ধর্মঘট সফল করতে পথে নামে বীরভূমের ট্রেড ইউনিয়নগুলি

শম্ভুনাথ সেনঃ

শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সফল করতে আজ ৯ জুলাই সকাল থেকে পথে নামে বামফ্রন্ট ও কংগ্রেস। জেলার বিভিন্ন প্রান্তের সঙ্গে বীরভূমের রামপুরহাট শহরের মিছিল করে তারা। মিছিল পৌঁছায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নিগম বাসস্ট্যান্ডের সামনে। সেখানে যাত্রীবাহী বাস বন্ধ রাখার দাবীতে বিক্ষোভ দেখায় বন্ধ সমর্থকেরা। সরকারি বাসের পাশাপাশি বেসরকারী বাস চলাচলও বন্ধ করে দেয় ধর্মঘটিরা। অন্যদিকে বন্ধ সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় রেল পুলিশের। ঘটনাটি বীরভূমের রামপুরহাট রেলস্টেশনে। আজ দেশজুড়ে বামফ্রন্টের ট্রেড ইউনিয়নদের ডাকা ভারত বন্ধের সমর্থনে রামপুরহাট রেল স্টেশননের ভিতরে ঢোকার চেষ্টা করে বনধ সমর্থকেরা। সেই সময় স্টেশনের প্রবেশপথে বনধ সমর্থকদের আটকায় রেল পুলিশ। সেইসময় রেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *