
শম্ভুনাথ সেনঃ
গত মে মাসের তিরিশ তারিখ একটি কলরেকর্ডিং নিয়ে রাজ্যজুড়ে হইচই পড়েছিল৷ যেখানে বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গালিগালাজ করতে শোনা গিয়েছিল ৷ বোলপুর থানার আইসি লিটন হালদার কে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ৷ সেই সংক্রান্ত বিষয়ে দায়ের হওয়া একটি মামলায় গত শুক্রবার বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷
ইতিমধ্যে বীরভূম পুলিশ মামলা রুজু করেছে ৷ সেই নিয়ে তদন্তও চলছে ৷ অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ কিন্তু যে ফোনকলের রেকর্ড প্রকাশ্যে এসেছিল, সেখানে তো শুধু বোলপুর থানার আইসি লিটন হালদারকেই কটূক্তি করা হয়নি, বরং তাঁর স্ত্রী ও মায়ের উদ্দেশ্যেও কুরুচিকর মন্তব্য করা হয় ৷
তাই এই নিয়ে পদক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন৷ বীরভূমের পুলিশ সুপারকে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের পুলিশ সুপার ৷ তিনি জাতীয় মহিলা কমিশনের নির্দেশ খারিজ করার আর্জি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় শেষ পর্যন্ত বীরভূমের পুলিশ সুপার আমনদীপ সিংকে আগামী ১৪ জুলাই বেলা ১২ টার সময় জাতীয় মহিলা কমিশনে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।