
শম্ভুনাথ সেনঃ
জল না পেট্রোল বোঝা বড় মুস্কিল। তেল পাম্প থেকে টাকা দিয়ে পেট্রোল কিনে মিলছে জল! ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে তা জলের সংস্পর্শে এসে পুরোটাই জলে পরিণত হচ্ছে। আর তাতে নষ্ট হচ্ছে বাইকের যন্ত্রাংশ। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় বীরভূমের দুবরাজপুর সংলগ্ন জাতীয় সড়কের গায়ে গোকরুলের পেট্রোল পাম্পে। উল্লেখ্য, ১৪ নম্বর জাতীয় সড়কের ধারেই শিবরাম এন্টারপ্রাইজ নামে হিন্দুস্থান পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প। পাম্পের বিরুদ্ধে অভিযোগ, তারা কেমিক্যাল ও জল মিশ্রিত পেট্রোল বিক্রি করছে।

গতকাল কয়েকজন গ্রাহক তাদের মোটরবাইকে পেট্রোল ভরানোর পর দেখেন যে তাদের গাড়িগুলো স্টার্ট নিচ্ছে না। কিছু বাইক একটু গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তারপর শুরু হয় ক্ষোভ এবং মোটর বাইকগুলির ট্যাঙ্কি খুলে বের করা হয় পেট্রোল। তখন দেখা যায় পেট্রোলের বদলে তারা কেমিক্যাল ও জল মিশ্রিত পেট্রোল দিয়েছেন। এরপর ক্ষোভ আরো ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। গ্রাহকদের কাছ থেকে পেট্রোল বিক্রির নেওয়া টাকা ফেরত দেন পাম্প মালিক অজয় চ্যাটার্জি এবং তিনি জল মেশানোর কথা অস্বীকার করেন। তিনি সাংবাদিকদের সামনে জানান কোম্পানি থেকে যে তেল এসেছে তা আমরা বিক্রি করছি। এরকম কেন হল বুঝতে পারছি না। গ্রাহকদের অভিযোগ, আমরা দীর্ঘদিন এখানে তেল ভরাতে আসি। কিন্তু আজকে দেখতে পেলাম তেলের জায়গায় জল মেশানো রয়েছে। পরে দুবরাজপুর থানার পুলিশের হস্তক্ষেপে ঐ পেট্রোল পাম্পটি আপাতত বন্ধ করে দেওয়া হয়।
