
শম্ভুনাথ সেনঃ
বীরভূমে ফের শুট আউট। শাসক দলের তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা ঘটেছে গতকাল ১২ জুলাই রাত্রি সাড়ে দশটা নাগাদ বীরভূমের লাভপুর বিধানসভা এলাকায় শ্রীনিধিপুর গ্রামে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গ্রামের মোড়ের মাথায় গুলি করে খুন করা হয় বলে খবর। তদন্তে নেমেছে সাঁইথিয়া থানার পুলিশ। উল্লেখ্য, বীরভূমের সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও তৃণমূলের লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের (৩৮) খুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। তার বাড়ি শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে। পরিবার সূত্রে খবর গতকাল রাত সাড়ে দশটা নাগাদ পীযূষ বাড়ি ঢোকেন। তারপর দুষ্কৃতীরা ওই তৃণমূল নেতাকে ফোন করে ডাকেন গ্রামের মোড়ে। কোমরপুর গ্রামের মোড়েই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে। খবর যায় পুলিশে। সাঁইথিয়া থানা ও আমোদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। শেষ পর্যন্ত বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। দলের পক্ষ থেকে সেখানেই লাভপুর ও সাঁইথিয়া এলাকার তৃণমূল নেতারা সকালেই পৌঁছে যান। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লাভপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পরবর্তীতে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। তৃণমূল নেতা পীযূষ ঘোষের খুনের ঘটনার নেপথ্যে কারণ কি এখনো পর্যন্ত জানা যায়নি। চলছে ফিসফাস গুঞ্জন! তবে এই খুনের ঘটনাকে ঘিরে তদন্তে নেমেছে পুলিশ। এ পর্যন্ত ২ মহিলা সহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।
