জেলা বিদ্যালয় স্তরে বালক-বালিকা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের সিউড়িতে

শম্ভুনাথ সেনঃ

ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল এন্ড গেমস, স্পোর্টস এর উদ্যোগে এবং বীরভূম জেলা দাবা সংস্থার সহযোগিতায় বীরভূমের সিউড়ি পাইকপাড়া সরস্বতী শিশু মন্দিরের ব্যবস্থাপনায় আজ ১৪ জুলাই একদিনের স্কুল দাবা সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হলো। জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১০৬ খেলোয়ার অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বীরভূম জেলা দাবা সংস্থার চেয়ারপার্সন স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়, বীরভূম জেলা সংস্থার সম্পাদক বিজয় কৃষ্ণ সাউ সহ বিদ্যালয় মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস ভাণ্ডারী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, তিনটি রাউন্ডে এদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগের বালক বালিকা অনুর্দ্ধ ১৪, ১৭, ১৯ বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করে। জেলা পর্বে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে এমন ১৭ জন প্রতিযোগী রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য, আগামী আগস্ট মাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মূল পর্বে রাজ্যস্তর দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বীরভূম জেলা দাবা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *