বীরভূমের সিউড়ির হাটজনবাজারে নির্মিত রেলের ওভারব্রীজের গার্ডার লাগানোর কাজ শেষ: পুজোর আগেই রাস্তা চালু হওয়ার আশ্বাস

শম্ভুনাথ সেনঃ

অবশেষে বীরভূমের সিউড়ি-হাটজনবাজারে রেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের নজরদারিতে ওভার ব্রীজের জন্য সফলভাবে সব গার্ডার তোলার কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের দাবি ছিল বীরভূমের সদর সিউড়ির বুক চিরে যাওয়া রেলপথের উপর ওভারব্রীজ। কেননা সিউড়ি-বোলপুর এই ব্যস্ত রাস্তার উপর রেলগেট থাকায় গাড়ি চলাচলে নিত্যদিন যানজটে নাজেহাল ছিল জেলাবাসী। দাবি মোতাবেক ২০১৬ সালে এই রাস্তার ওপর রেল কর্তৃপক্ষ ওভারব্রীজ নির্মাণের কাজ শুরু করে। কিন্তু নানা জটিলতার কারণে মাঝপথে থমকে যায় কাজ। উল্লেখ্য, গত এপ্রিল মাসে রেলের তরফে এই গার্ডার লাগানোর কাজ শুরু হলেও বিপত্তি ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে গার্ডার উপরে তোলার পর হেলে পড়ায় কাজ বন্ধ হয়ে যায়। পুনরায় ১৩ জুলাই সুচি অনুযায়ী গার্ডার বসানোর জন্য সিউড়ি-বোলপুর রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় আগেই। কয়েকটি রেল চলাচল বন্ধ হয়। অবশেষে সেই ওভারব্রিজে গার্ডার তোলার কাজ নির্বিঘ্নে শেষ হল। উপস্থিত ছিলেন রেলের বিভিন্ন আধিকারিক সহ সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন সাংবাদিকদের সামনে বাকি কাজটুকু রেল কর্তৃপক্ষ দ্রুত করার আশ্বাস দিয়েছে। আশা করা যায় দুর্গাপুজোর আগেই ওভার ব্রিজ চালু হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *