সাঁইথিয়ায় শুরু হল প্রতিমাসের থিয়েটার

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

সাঁইথিয়ায় রবীন্দ্র ভবন সংস্কারের পর আবার তা উন্মুক্ত হয়েছে সকলের জন্য। সম্প্রতি সেই রবীন্দ্র ভবনে প্রতিমাসের থিয়েটারের উদ্যোগ নিয়েছে সাঁইথিয়ার আসরনাট্যম ও সিউড়ির আত্মজ।উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে, করোনায় গত দু বছর থমকে ছিল থিয়েটারচর্চা। আবার শুরু হয়েছে থিয়েটারের কাজ। তাই করোনার পরে দর্শকদের আবার থিয়েটারমুখী করতে এই উদ্যোগ। ২৬ জুন এই আয়োজনের প্রথম পর্যায়ে ছিল দুই আয়োজক নাট্যদলের পরিবেশিত নাটক। প্রথমে সাঁইথিয়া আসরনাট্যম পরিবেশন করে সুভাষ বন্দ্যোপাধ্যায় রচিত ও বিজয়কুমার দাস নির্দেশিত “সম্পর্ক” নাটক। ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরার গল্প এই নাটকে। নাটকের শেষে অবশ্য ভুল বোঝাবুঝির অবসান এবং মধুরেণ সমাপয়েৎ বলা যায়। নাটকটি অভিনয়ের গুণে দর্শকদের ভাল লেগেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিষ্ঠা কর্মকার, পার্বতীরমণ মুখোপাধ্যায়, উত্তম মণ্ডল, সুজয় চৌধুরী, শৌভিক দত্ত ও টিঙ্কু মহান্ত। তন্ময় সাহার আবহ, রাজ চন্দ্রর মঞ্চ এবং ধীরাজ মণ্ডল ও জীবানন্দ মণ্ডলের আলো বেশ সহায়ক হয়ে উঠেছিল।
এই সন্ধ্যার দ্বিতীয় নাটক ছিল সিউড়ি আত্মজ পরিবেশিত “অরূপকথা” নাটক। অতনু বর্মণ রচিত এ নাটকের বিষয় হল বহুরূপীদের জীবনকথা। রাজ্যের বহু মঞ্চে বহুবার অভিনীত এই নাটক এদিনও দর্শকদের মন জয় করে নিল। মুকুল সিদ্দিকির পরিশ্রমী অভিনয় এ নাটকের সম্পদ। পাশাপাশি প্রত্যেকটি শিল্পীর অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করে। নাটকের শেষে ঘোষণা করা হয়, প্রতিমাসের থিয়েটারের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। কলকাতার মিউনাস এবং সিউড়ির আত্মজ সেই সন্ধ্যায় নাটক পরিবেশন করবে। এদিন জেলার বিভিন্ন প্রান্তের নাট্যকর্মীরা নাটক দেখতে এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *