নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
সাঁইথিয়া পৌরসভার ব্যবস্থাপনায় এবং রাজ্য সরকারের জীববৈচিত্র্য দপ্তরের পৃষ্ঠপোষকতায় সাঁইথিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে গড়ে ওঠা ভেষজ উদ্ভিদ সমারোহে প্রজাপতি উদ্যান উদবোধিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবসে। পৌরসভার পুরপিতা বিপ্লব দত্ত এই উদ্যানের উদবোধন করে বলেন, পুরসভার বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির পরিচালনায় গড়ে ওঠা এই উদ্যানের উদ্দেশ্য হল প্রজাপতি সংরক্ষণ এবং ভেষজ উদ্ভিদ লালন। এই অনুষ্ঠানের অন্যতম অতিথি পিনাকি দত্ত বলেন, সাঁইথিয়া পুরসভার এ এক অভিনব উদ্যোগ। পুরসভার জীববৈচিত্র্য ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বিজয়কুমার দাস জানিয়েছেন, রাজ্য সরকারের জীববৈচিত্র্য দপ্তরের অর্থানুকূল্যে এবং পুরসভার পৃষ্ঠপোষকতায় এই জীববৈচিত্র্য উদ্যানের উদ্দেশ্য আধুনিকতার দাপটে হারিয়ে যাওয়া প্রজাপতির মত পতঙ্গদের নিরাপদ আশ্রয় ও বংশবৃদ্ধির সুযোগ করে দেওয়া।