২৪ ঘণ্টার মধ্যেই বাইক চোরকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ

সেখ রিয়াজুদ্দিনঃ

ওসি হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার পরই সাফল্য পেলেন ইন্সপেক্টর তাপস দত্ত। উল্লেখ্য গত ১২ জুলাই রাজনগর ব্লক তৃণমূল কার্যালয়ে এক ব্যক্তি দলীয় মিটিংয়ে অংশগ্রহণ করার সময় বাইরে রাখা মোটরসাইকেলটি তার চুরি হয়ে যায়। মিটিং শেষে বহু খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না পাওয়ায় অবশেষে তিনি ১২ তারিখ সন্ধ্যায় রাজনগর থানায় লিখিতভাবে বিষয়টি জানান। রাজনগর থানার ওসি তাপস দত্তের নেতৃত্বে শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে জানা গেছে বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ বাইক চোরের সন্ধান পায়। ওসি তাপস দত্তের নেতৃত্বে রাজনগর থানার এসআই অরিন্দম দেবনাথ ও এএসআই মদন সরকার গভীরভাবে তদন্ত চালিয়ে রামপুরহাটে ওই বাইক চোরের বাড়ি পৌছাতে সক্ষম হন। অবশেষে ২৪ ঘন্টার মধ্যেই ১৩ জুলাই রবিবার রাত্রে রামপুরহাট থানার সহায়তায় ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে সুতি থানায় ইতিমধ্যেই অন্য একটি মামলায় ধৃত এই যুবকের নাম জড়িয়ে আছে। পুলিশ ধৃত এই যুবককে জিজ্ঞাসাবাদ করে বাইক চুরির বিষয়ে বিস্তারিত জানতে পারেন। পাশাপাশি চুরি যাওয়া বাইকটি অন্যত্র বিক্রি করেছে বলে পুলিশ জানতে পারে। এর সাথে অন্য কোন বাইক চক্রের যোগ আছে কিনা এবং এই বাইক চোর ইতিমধ্যে আরও অন্য বাইক চুরি করেছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। পাশাপাশি জেলা বা রাজ্যের অন্য কোন অপরাধমূলক চক্রের সাথে এই বাইক চোর জড়িত কিনা সে বিষয়েও তদন্ত করছে পুলিশ। মোটরসাইকেল চুরির ঘটনায় ধৃত যুবককে সোমবার সিউড়ি আদালতে পেশ করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *