
সেখ রিয়াজুদ্দিনঃ
গত ১২ জুলাই সকালে চিনপাই গ্রাম পঞ্চায়েতের রাধামাধবপুর জঙ্গল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক যুবতীর মৃতদেহ উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ। মৃতদেহের পাশ থেকে রুমাল, চটি, জলের বোতল উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। উদ্ধার হওয়া তরুণীর বয়স ৩০ বছর বাড়ি দুবরাজপুর পৌরসভার একটি ওয়ার্ডে। ১১ জুলাই দুবরাজপুর পৌরসভার এক নং ওয়ার্ডে আলমবাবার মেলায় এই তরুণী গিয়েছিল। মৃতের পরিবারের লোকজন সদাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেইমতো ঘটনার তদন্ত শুরু করে সদাইপুর থানার পুলিশ। পরিবার সূত্রে খবর বর্ধমান জেলায় কয়েকবছর আগে তরুনীর বিয়ে হয়েছিল। সাত বছরের একটি সন্তান আছে। স্বামী মারা যাওয়ার পর বাপের বাড়িতেই থাকতো নিহত তরুনী। খুনের প্রেক্ষিতে এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়। কি কারনে খুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে মৃতার পরিবার অভিযোগ তোলেন খুনের। এদিকে মৃতদেহ উদ্ধারের ৪৮ ঘন্টার মধ্যেই খুনের অভিযুক্তকে গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম শেখ বাপন (২০) বাড়ি রাজনগর থানার খাসবাজারে। ১৩ জুলাই রাতে বাপনকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করে। মোবাইল টাওয়ার লোকেশন দেখে বাপনকে রাজনগরের খাসবাজারে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় বলে পুলিশসূত্রে জানা গিয়েছে। বাপনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক জড়িয়েছিল নিহত তরুনী। বাপন বিবাহিত বাড়িতে অন্ত:স্বস্তা স্ত্রী আছে। নিহত তরুনী বিয়ের জন্য চাপ দিতো তাই খুন করেছে বলে পুলিশের জেরায় বাপন স্বীকার করেছে। ধৃতকে সোমবার সিউড়ি আদালতে তোলা হয় বলে থানা সূত্রে খবর।