
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের জেলা সদর সিউড়িতে যানজট নিয়ন্ত্রণ করতে সিউড়ি পৌরসভার উদ্যোগে এবং জেলা প্রশাসনের তৎপরতায় সিউড়ি বেণীমাধব মোড়ে ‘জোড়-বিজোড়’ নিয়মে টোটো চলাচল নিয়ন্ত্রণ ও নজরদারি চালু হয়েছে। শুরু হয়েছে প্রশাসনিক অভিযান। জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ ও পৌরসভার আধিকারিকদের নজরদারিতে শুরু হয়েছে যানজট নিয়ন্ত্রণের কর্মসূচি।

সকাল থেকেই মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের সহকর্মীরা দায়িত্ব পালন করছেন। নিয়ম মেনে চলাচল না করলে করা হবে জরিমানা। সিউড়ি পুরসভার পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত জোড় সংখ্যা এবং দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত বিজোড় সংখ্যার টোটো শহরে চলাচল করবে। প্রত্যেকটি টোটোতে লাগাতে হবে কিউআর কোড। রেট চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে। চলাচলে কেউ নিয়ম না মানলে ১৫ দিন ধরে টোটো আটকে রাখা হবে। সেই সময় প্রতিদিন ১০০ টাকা করে ফাইন দিতে হবে। গতকাল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে মোড়ের যানজট গুরুতরভাবে বেড়ে গিয়েছিল। তাই যথাশীঘ্র প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিকরা। বিশেষ করে স্কুল-কলেজ, অফিস টাইমে যানজটে জেরবার হতো পথ চলতি সাধারণ মানুষ। এই নিয়ম কার্যকর হলে পথচারীদের স্বাচ্ছন্দ্য বাড়বে।

ছবি: মোহাম্মদ আমিন নাসীদ, সিউড়ি, বীরভূম