
সেখ রিয়াজুদ্দিনঃ
কাঁকরতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগাম জাল বিস্তার করতেই দুই দুস্কৃতি পুলিশের জালে আটকা পড়ে। জানা যায় যে গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই ১৮ জুলাই ভোররাতে কাঁকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহাবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতী রাহুল বাউড়ি ও আশিক আনসারিকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি বোলেরো পিক-আপ ভ্যান, চারটি গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার মেশিন, হাতুড়ি, হাসুয়া সহ ডাকাতির কাজে ব্যবহারের অন্যান্য সরঞ্জাম ও একটি বাইক উদ্ধার হয়।



ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ৯-১০ জনের দুষ্কৃতী গ্যাংয়ের সদস্য এবং খয়রাশোল, হজরতপুর ও দুবরাজপুর এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গ্যাং থেকে পলাতক হওয়া বাকি দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।