বীরভূমে বিসিয়া গ্রামে তৃণমূল নেতা খুন, উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূমে ফের তৃণমূল নেতা খুন। সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিসিয়া গ্রামের তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূল নেতা বায়তুল্লা শেখ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। জানা যায় শনিবার সন্ধ্যা নাগাদ বিসিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর। বাইতুল্লাকে লক্ষ্য করে পরপর বোম ছোড়ে দুষ্কৃতীরা। আর সেই বোম ছোড়ার ফলেই গুরুতরভাবে জখম হন তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, কিছুদিন আগেই বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর গ্রামে তৃণমূল অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করাই চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। ঠিক তার এক সপ্তাহ পার হতে না হতেই আবারো টার্গেট সেই তৃণমূল নেতা। বোম মেরে খুন করা হয় বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামের প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লাহ সেখ কে। অন্ধকারের সুযোগে খুনিরা গা ঢাকা দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *