
শম্ভুনাথ সেনঃ
“ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে” এই দাবিতে যুব কংগ্রেসের পক্ষ থেকে ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই গনতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের গুলিতে রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, মুরারী চক্রবর্তী এমন ১৩ জন যুবক নিহত হন। বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে সেই অমর শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদার সাথে আজ ২১ জুলাই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৩ জন অমর শহীদদের স্মরণে বক্তব্য রাখেন বীরভূম জেলা কংগ্রেস কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা ও ময়ূরেশ্বর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী। এই শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সাইফার আলি, সাধারণ সম্পাদক মান্না মিয়া, সাঁইথিয়া বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সহ বীরভূম জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, উত্তম দত্ত, কাশীনাথ মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ।