
শম্ভুনাথ সেনঃ
বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর হেনস্তা ও আঘাতের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ২৮ জুলাই সোমবার বোলপুরে প্রথম মিছিল করবেন তিনি। আজ ২৭ জুলাই,রবিবার সন্ধ্যায় বীরভূমের ইলামবাজার হয়ে পৌঁছান বোলপুরে। রাস্তার দুই পাশে ছিল সাধারণ মানুষের ভিড়।
নিরাপত্তার জন্য রাস্তার দুই পাশে বাসের বেরিকেট দেওয়া হয়। সেই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। এবং মুখ্যমন্ত্রীকে দেখা করতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল সহ দলীয় নেতৃত্ব। আগামীকাল বোলপুরে প্রশাসনিক বৈঠক ও দলীয় কর্মসূচি রয়েছে তাঁর। ইলামবাজার রাইস মিলের মাঠে ২৯ জুলাই তাঁর প্রকাশ্য জনসভা। এই জনসভা থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন তিনি।
