সিউড়িতে অনুষ্ঠিত হল আচার্য্য রমারঞ্জন স্মারক বক্তৃতা অনুষ্ঠান

সনাতন সৌঃ

বাংলার এক উজ্জ্বল রত্ন, বীরভূমের ভূমিপুত্র আচার্য্য রমারঞ্জন মুখোপাধ্যায়ের স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হলো এক গম্ভীর পরিবেশে সিউড়ি সবুজের অভিযানে ‘বর্ণপরিচয়’ সভাকক্ষে ২৬ জুলাই অপরাহ্নে। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজতত্ত্ববিদ রাজ্যসভার প্রাক্তন সদস্য ও পশ্চিমবঙ্গ সরকারের দীর্ঘকালের সফল প্রাক্তন মন্ত্রী শ্রী কিরণময় নন্দ মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরভূমের অন্যতম গবেষক ও লেখক ডঃ আদিত্য মুখোপাধ্যায় মহোদয়। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অলোকা গাঙ্গুলী। বক্তব্যের বিষয় ছিল “জীবনের আধ্যাত্মিকতার প্রভাব”। জ্ঞানগর্ভ ভাষণ দেন প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। তিনি অত্যন্ত চমৎকারভাবে আধ্যাত্মিক চেতনা ও দর্শন বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি ডঃ আদিত্য মুখোপাধ্যায় তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে প্রয়াত আচার্য রমারঞ্জন বাবুর আদর্শ ও চিন্তাধারাকে তুলে ধরে সকলকে পথ দেখানোর চেষ্টা করেন। সংস্থার অন্যতম যুগ্ম সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ আচার্যের জীবন চরিত্র তুলে ধরে সকলকে জ্ঞাত করেন এবং অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন। আচার্য্য রমারঞ্জন স্মারক সংস্থার সভাপতি ডঃ পার্থসারথি মুখোপাধ্যায় মহোদয় মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করতে সর্বদিক থেকে সহযোগিতা করেছেন সংস্থার সক্রিয় সদস্য দেব কুমার চ্যাটার্জী। ধন্যবাদ জ্ঞাপন করেন যুগ্ম সম্পাদক শুভদীপ মুখোপাধ্যায়। হল ভর্তি সভাকক্ষে অনুষ্ঠিত আচার্য্য রমারঞ্জন মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা জনমানসে দারুন প্রতিফলন ঘটেছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *