বীরভূমের বোলপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে আজ ২৮ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের যেমন একগুচ্ছ নির্দেশ দেন তেমনি দলীয় নেতা কর্মীদের সতর্ক করেন তিনি। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর হেনস্তা ও আঘাতের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমও তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙ্গালীদের হেনস্তার প্রতিবাদে এদিন বোলপুরে মিছিল বের হয়। মিছিলের শেষে সাধারণ মানুষদের উদ্দেশ্যে বাংলা ভাষা ও বাঙালির উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন তিনি। তিনি বৈঠকে বলেন বীরভূমের পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছেন মুখমন্ত্রী। পরিযায়ীদের জব কার্ড থেকে সবকিছু দেখভাল করার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে লোকাল রাস্তা,পানীয় জল ও আলোর দিকে নজর নিতে নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, কর্মশ্রী প্রকল্পের ৭৭ লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে। এই বছরে ৩২ দিনে কাজ শেষ হয়েছে কর্মশ্রী। তিনি জানান, বীরভূমে বাড়ি নির্মাণের জন্য ৬২০ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। স্থানীয় মানুষজনদের সিধান্ত নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। গ্রামীণ রাস্তার পাশাপাশি ১কোটি ৭৫ লক্ষ পরিবারের মধ্যে পানীয় জল পোঁছাবে বলে তিনি জানান। কন্ট্রাক্টরদের আগে মাটি পরীক্ষা করে কাজে নামার পরামর্শ দেন। মহম্মদবাজারে ডেউচা-পাঁচামি কয়লা খনির আরো উন্নয়ন হবে, স্থানীয় সাধারণ মানুষ অনেকেই কাজ পাবেন বলে তিনি জানান। তিনি বলেন ইতিমধ্যেই ১৪৪২ জনকে চাকরি দেওয়া হয়েছে। মকদমনগর এলাকায় ৭২ একর জমিতে কাজ শুরু হয়েছে। এখানে মানুষের সুবিধার্থে হাসপাতাল গড়ে উঠবে। বোলপুরে পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ নলটেশ্বরী মন্দির, তারাপীঠের উন্নয়নের টাকা বরাদ্দ করা হবে বলে তিনি জানান। বাংলা সহায়তা কেন্দ্র থেকে অনেক সাধারণ মানুষ উপকৃত হয়েছে। আরও উন্নত করতে হবে বলে তিনি জানান। উল্লেখ্য, ২৯ জুলাই পরে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। কাজের ব্যাপারে সাধারণ মানুষ যাতে ব্যঙ্গ করতে সুযোগ না পায় সেইভাবে সজাগ থাকার জন্য প্রশাসন থেকে শুরু করে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের এমনকি স্থানীয় নেতাদের বার্তা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *