
দীপককুমার দাসঃ
মুখ্যমন্ত্রী দুদিনের বীরভূম সফরে এসে জনমুখী বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিউড়ি সদর হাসপাতালে ২৪বেড বিশিষ্ট হাইব্রিড সি সি ইউ ইউনিটের উদ্বোধন। এই হাইব্রিড সি সি ইউ ইউনিট চালু হওয়ার ফলে হার্টের রোগী, মুমুর্ষু বা মরণাপন্ন রোগীদের লাইফ সাপোর্ট দেওয়া হবে। এরপর ঐ রোগীদের প্রাথমিক বিপদ কেটে গেলে তাদের ১২বেড বিশিষ্ট রুমে স্থানান্তরিত করা হবে। এদিন ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিউড়ি সদর হাসপাতালে এই উপলক্ষ্যে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের নামাঙ্কিত ফলকের আবরণ উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী সিউড়ি ১নংব্লকের বেশ কয়েকটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন।
পাশাপাশি সিউড়ী-১ নং ব্লকের কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে এগারো লক্ষ ষাট হাজার টাকা ব্যয়ে একটি শ্রেণিকক্ষের শিলান্যাস করেন। এই অতিরিক্ত শ্রেণীকক্ষের শিলান্যাস পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি ১নং ব্লকের যুগ্ম বিডিও অমর্ত্য মুখার্জী, সিউড়ী-১ নম্বর ব্লকের ও পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিকবৃন্দ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় মানুষজন। সেইসঙ্গে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

