বীরভূমের ইলামবাজারে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শম্ভুনাথ সেনঃ

দুদিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বীরভূমে। গতকাল ২৮ জুলাই বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক এবং দুপুরে বাংলা ভাষা রক্ষার সংগ্রাম এবং বাঙালীর অস্তিত্ব রক্ষার লড়াই এর জন্য এক পদযাত্রায় অংশ নেন তিনি। আজ ২৯ জুলাই, মঙ্গলবার বীরভূমের ইলামবাজার মিলের মাঠে অনুষ্ঠিত হয় প্রশাসনিক সভা। সেই প্রকাশ্য সভা থেকে সরকারী পরিষেবা প্রদানের সঙ্গে ১,১৪২ কোটি টাকার সহস্র টি প্রকল্পের উদ্বোধন সহ বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫ তম প্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর শুরু হয় পরিষেবা প্রদান বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমেই অজয় নদের উপর নবনির্মিত “জয়দেব সেতু’র” এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু নির্মাণে খরচ হয়েছে ১৬৩ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর কথায় সেতু উদ্বোধনের ঘোষণা হতে স্থানীয় মানুষের মধ্যে ওঠে করতালির রোল। দীর্ঘদিনের দাবি মত এই সেতু উদ্বোধনে বীরভূমের সঙ্গে বর্ধমানের সংযোগ সহজ হলো। এছাড়া এদিন সিউড়ি সদর হাসপাতালে উন্নতমানের সিসিইউ পরিষেবা, জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, গ্রামীণ রাস্তা, আইসিডিএস এর নবনির্মিত ভবন, কমিউনিটি হল, পানীয় জল এমন বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের তালিকা ঘোষণা করেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়, জেলা পুলিশ সুপার, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এসআরডিএ এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল হক, বিধায়ক অভিজিৎ সিংহ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং জেলার দলীয় কর্মকর্তারা। এই প্রশাসনিক বৈঠকে বহু মানুষের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *