যথাযথ মর্যাদায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫তম প্রয়াণ দিবস পালিত

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

সারা জেলার সাথে বীরভূমের ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে আজ ২৯ জুলাই যথোচিত শ্রদ্ধায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫ তম প্রয়াণ দিবস পালিত হয়। উল্লেখ্য, বাংলা নবজাগরণের অন্যতম পুরোধা পণ্ডিত ঈশ্বরচন্দ্রের জন্ম হয় ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রচলন সহ বহু গ্রন্থের প্রণেতা তিনি। ১৮৯১ খ্রিস্টাব্দের ২৯ শে জুলাই তিনি প্রয়াত হন।তাঁর জীবনের নানা দিক ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই ও সহশিক্ষক হায়াতুল্লা সেখ। এদিন তাঁর স্মরণে কথা,কবিতা পরিবেশন করে ছাত্র-ছাত্রীরা। নাটিকা পরিবেশন করে পঞ্চম শ্রেণীর অর্ণব কোনাই ও সাহান সেখ। ছাত্র-ছাত্রীদের সঙ্গে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে করেন শিক্ষক অর্জুন কুমার দত্ত, বিথীন মণ্ডল, শিক্ষিকা অনিমা মণ্ডল ও মুনমুন দাস।

বিদ্যাসাগর মহাশয়ের প্রয়ান দিবসে আবক্ষ মূর্তির উন্মোচন,লোকপুরে উচ্চ বিদ্যালয়ে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রয়ান দিবসকে সামনে রেখে মঙ্গলবার খয়রাশোল ব্লকের লোকপুর উচ্চ বিদ্যালয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তির উন্মোচন করা হল। তার আগে বিদ্যাসাগরের ছবি সহ বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে স্থানীয় লোকপুর বাজার এলাকা পরিক্রমা করে। পাশাপাশি নাচ,গান, আবৃত্তি, বক্তব্য ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেই সাথে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন সহ বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়।এদিন আবক্ষ মূর্তির শুভ উন্মোচন করেন বীরভূম জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ডঃ সুজিত সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন খয়রাশোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিষ মাহাতো,উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধীবর, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সেখ মনি,সমাজসেবী দীপক শীল, আইনজীবী সুনিল কুমার সাহা সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ডঃ সুজিৎ সামন্ত বলেন বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করতে পেরে সত্যি আনন্দিত। বর্তমানে আমাদের বীরভূম জেলা বাল্যবিবাহ রোধে পিছিয়ে আছি। বাল্যবিবাহ রোধে বিদ্যাসাগর মহাশয়ের মতো মনীষীদের চিন্তা ভাবনা এবং স্মরণ যতবেশি করা যায় ততই মঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *