বর্তমান জনজীবনে গ্রন্থ ও গ্রন্থাগারের ভূমিকা শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হলো বীরভূমের সিউড়ি বিবেকানন্দ গ্রন্থাগারে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ি বিবেকানন্দ গ্ৰন্থাগার ও রামরঞ্জন পৌরভবনে “বর্তমান জনজীবনে গ্ৰন্থ ও গ্ৰন্থাগারের ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা চক্র অনুষ্ঠিত হয় ৩০ জুলাই গ্রন্থাগারের পাঠকক্ষে। এই আলোচনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. পার্থসারথী মুখোপাধ্যায়। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গ্ৰন্থাগারিক ড. নিমাইচাঁদ সাহা, সহ গ্ৰন্থাগারিক ড. কৌশিক ঘোষ। শিশু শিল্পী শরণ্যা ধরের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। গ্রন্থাগারের সম্পাদক তথা শিক্ষক সোমেশ্বর বড়াল প্রথমেই মুখকথা পরিবেশন করেন।
বর্তমান উন্নত প্রযুক্তির পাশাপাশি গ্রন্থ ও গ্রন্থাগার মানুষের জীবনে আজও অপরিহার্য। গ্রন্থাগারগুলো জ্ঞানচর্চা ও সংস্কৃতি বিকাশের কেন্দ্র, যা সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদেরকে মোবাইল বাদ দিয়ে বই পড়ার অভ্যাস বাড়াতে হবে, অভিভাবকদেরও সেই সচেতনতার বার্তা দেন আলোচকরা। এদিন এই আলোচনা সভায় শ্রোতা-দর্শকের আসন ছিল পরিপূর্ণ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের গ্রন্থাগারিক তথা বিবেকানন্দ গ্রন্থাগারের পরিচালন সমিতির অন্যতম সদস্য সুশান্ত রাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *