
শম্ভুনাথ সেনঃ
টোটো চেপে চাষের কাজ করতে যাওয়ার সময় অন্য একটি টোটোর মুখোমুখি সংঘর্ষে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই এলাকার গোপালপুর স্বাস্থ্য কেন্দ্রের কাছে। লক্ষ্মীরাম কিসকু নামে ওই কৃষি শ্রমিক টোটোতে চেপে রাজ গ্রামের দিকে আসছিল, অন্য টোটোটি গ্রামের ভেতরে দিকে যাচ্ছিল। গোপালপুর স্বাস্থ্য কেন্দ্রের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। টোটো চালকের পাশে বসে থাকা ওই কৃষি শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। লক্ষ্মীরাম কিসকুর বাড়ি ঝাড়খণ্ড হলেও বর্তমান থাকতো গোপালপুরের কালিয়ামাঠ। অন্যদিকে গতকাল রাত্রে গুসকুরা মুরারই রোডে অনুকুল ঠাকুরের মন্দির থেকে বাড়ি ফেরার পথে ভাদিশ্বর বাসস্ট্যান্ডে ওই ব্যক্তিকে একটি মোটরসাইকেল ধাক্কা মারে। তাকে তাড়াতাড়ি রামপুরহাট হসপিটাল নিয়ে গলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম সুভাষ দাস। বাড়ি বীরভূমের মুরারই থানার ভাদীশ্বর।