
বিজয়কুমার দাসঃ
কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটি ( ৮ শ্রাবণ) উদযাপিত হল লাভপুরের ধাত্রীদেবতায় ও তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজের উদ্যোগে সিউড়িতে। উল্লেখ্য, তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজ দীর্ঘ সময় ধরে জেলায় তারাশঙ্কর চর্চায় নিয়োজিত। সংগঠনের প্রাণপুরুষ গবেষক ড : দেবাশিস মুখোপাধ্যায় তারাশঙ্কর বিষয়ক নানা মূল্যবান প্রবন্ধ, নিবন্ধ রচনার পাশাপাশি তারাশঙ্কর বিষয়ক গ্রন্থ রচনা করেছেন। এ বছর ২৬ জুলাই লিজ ক্লাবে তারাশঙ্কর বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানের অন্য আকর্ষণ ছিল তারাশঙ্করের গান, রচনা থেকে পাঠ ইত্যাদি। এদিন ড: দেবাশিস মুখোপাধ্যায় জানান, স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে তারাশঙ্কর কিছুকাল সিউড়ি জেলে বন্দী ছিলেন। তাই সংগঠনের পক্ষে দাবি জানানো হয়েছিল সিউড়ি সংশোধনাগারে তারাশঙ্করের মূর্তি স্থাপনের। এদিনের সভায় ড: মুখোপাধ্যায় জানান, সংশোধনাগার কর্তৃপক্ষ তারাশঙ্করের আগামী প্রয়াণ মাসে কথাসাহিত্যিকের মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।