
সেখ রিয়াজুদ্দিনঃ
তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী মিত্র ভারত বিরোধী মন্তব্য করেছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি মিথ্যা বক্তব্য রাখছেন বলে বিজেপি দলের অভিযোগ। যার প্ররিপেক্ষিতে জেলার অন্যান্য জায়গার ন্যায় খয়রাসোলে ও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। দলীয় পতাকা প্ল্যাকার্ড সহযোগে খয়রাশোল বাজার বাসস্ট্যান্ড থানা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরবর্তীতে খয়রাসোল বাসষ্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মুখ্যমন্ত্রীর উপর একরাশ ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য বাংলার মানুষ নাকি অন্য রাজ্যে অত্যাচারিত হচ্ছেন, নিরাপদে নেই। কিন্তু বেশিরভাগ মানুষ চিকিৎসার ক্ষেত্রে রাজ্যে পরিষেবা না পেয়ে ব্যাঙ্গালোর, ভেলোর ছুটছে। কর্মক্ষেত্রেও তাই রাজ্যে কর্মসংস্থান না থাকায় ভিন রাজ্যে ছুটে যাচ্ছেন অসংখ্য পরিবার। এদিন বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা রিতা পাল, জেলা সম্পাদক সুকুমার নন্দী সহ একাধিক জেলা ও মন্ডল নেতৃত্ব।