লোকপুরের বাস্তবপুরে ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা

বিপিন পালঃ

৫জুন, মঙ্গলবার জেলার লোকপুর থানার বাস্তবপুরে খয়রাশোল মুুলুক জুয়ৌন মহল-এর পরিচালনায়, গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড ও গঙ্গারামচক এন্ড গঙ্গারামচক ভাদুলিয়া কোল মাইনস-এর সৌজন্যে ১৬৭ বছর সিধু কানু ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস ও ৩০ জুন হুল মাহা উপলক্ষে ৪ জুলাই থেকে শুরু হয়েছে ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ৪ টি ফুটবল দলের খেলা হয়। ৫জুন রয়েছে নাচ, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৪টি ফুটবল দলকে নিয়ে সেমিফাইনাল ও ফাইনাল ফুটবল খেলার প্রতিযোগিতা।ফাইনাল ফুটবল খেলায় জয় মা দুর্গা আসানশোল ফুটবল দল বিজয়ী হয় ও লাইফ লাইন উখড়া ফুটবল দল বিজিত হয়। বিজয়ী দলকে ৪০০০০(চল্লিশ)হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে ৩০০০০(ত্রিশ)হাজার টাকা ও ট্রফি সহ ম্যান অফ দি ম্যাচ, বেষ্ট প্লেয়ার, বেষ্ট গোলকিপার ছাড়াও ফাইনালে ওঠা সকল খেলোয়ারদের মেডেল ও জার্সি, রেফারিদের মেডেল ও জার্সি উপহার দেওয়া হয়। দুই দিনের ফুটবল খেলায় বীরভূম, পশ্চিমবর্ধমান ও হুগলী জেলার দল অংশগ্রহণ করে। উপস্থিত বিশিষ্টজনেরা বলেন খেলায় শরীর গঠন হয়, নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়, সংঘবদ্ধ জীবন, মন মানসিকতা ভালো থাকে। মোবাইল ছেড়ে খেলার মাঠে আসার জন্য যুবকদের আহ্বান জানান। উপস্থিত ছিলেন ডিএসপি (হেডকোয়ার্টার) মোহতাসিন আখতার, লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, বিশিষ্ট সমাজসেবী GMPL আধিকারিক সন্দীপ দত্ত, সমাজসেবী কাঞ্চন দে, মনোজ মন্ডল, সিরাজ খাঁ, নাকড়াকোন্দা পঞ্চায়েত প্রধান শম্পা গন, খেলা পরিচালক মন্ডলীর সক্রিয় সদস্য রবিলাল হেমরম, শিবলাল মুর্মু, জয়দেব মুর্মু, খাঁদু মারান্ডী সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও বহু ফুটবল প্রেমীরা। উল্লেখ থাকে মঞ্চে উপবিষ্ট সকল বিশিষ্টজনদের বরণ করা হয় ও উপস্থিত বিশিষ্টজনেরা সিধু কানু মূর্তিতে মাল্যদান করেন ও পূষ্পার্ঘ্য নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *