শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দিতে ২০১৯ সাল থেকেই “কৃষক বন্ধু” নামে একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। পাশাপাশি এই প্রকল্পের অফিসিয়ালি কাজকর্ম করার জন্য ঐ সময়েই স্থানীয় যুবক-যুবতীদের দিন মজুরি ভিত্তিতে নিয়োগ করা হয়। প্রায় চার বছর অতিক্রান্ত হলেও এইসব কর্মীদের জন্য জীবিকার নিশ্চয়তা দেয়নি সরকার। মজুরি হিসেবে মাসে কুড়ি-বাইশ দিনের সামান্য অর্থ তাদের হাতে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো সত্বেও তাঁরা বঞ্চনার শিকার। এমনি অভিযোগ এনেছেন এই প্রকল্পে কর্মরত যুবক-যুবতীরা। বীরভূমে ১৯ টি ব্লকে অন্তত ৩৮ জন কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা কাজে নিযুক্ত রয়েছে। এইসব শিক্ষিত যুবক-যুবতীরা জীবন জীবিকার তাগিদে গড়ে তুলেছে “সারা বাংলা কৃষক বন্ধু সহায়ক কর্মচারী সংগঠন”। মাসিক ভিত্তিতে সাম্মানিক ভাতা, কাজের নিশ্চয়তা ও নিরাপত্তা এমন তিন দফা দাবী নিয়ে ৫ জুন জেলা সদর সিউড়িতে জেলা উপ কৃষি অধিকর্তার (প্রশাসন) নিকটে এই কর্মী সংগঠন ডেপুটেশন দেন। এই দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যস্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাশীঘ্র পাঠানো হবে বলে আধিকারিক আশ্বস্ত করেন। এ তথ্য জানিয়েছেন সংগঠনের বীরভূম জেলা সভাপতি রাহুল কর্মকার।