জীবিকার নিশ্চয়তা ও নিরাপত্তার দাবিতে “কৃষক বন্ধু” কর্মী সংগঠনের স্মারকলিপি প্রদান জেলা সদর সিউড়িতে

শম্ভুনাথ সেনঃ

পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দিতে ২০১৯ সাল থেকেই “কৃষক বন্ধু” নামে একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। পাশাপাশি এই প্রকল্পের অফিসিয়ালি কাজকর্ম করার জন্য ঐ সময়েই স্থানীয় যুবক-যুবতীদের দিন মজুরি ভিত্তিতে নিয়োগ করা হয়। প্রায় চার বছর অতিক্রান্ত হলেও এইসব কর্মীদের জন্য জীবিকার নিশ্চয়তা দেয়নি সরকার। মজুরি হিসেবে মাসে কুড়ি-বাইশ দিনের সামান্য অর্থ তাদের হাতে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো সত্বেও তাঁরা বঞ্চনার শিকার। এমনি অভিযোগ এনেছেন এই প্রকল্পে কর্মরত যুবক-যুবতীরা। বীরভূমে ১৯ টি ব্লকে অন্তত ৩৮ জন কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা কাজে নিযুক্ত রয়েছে। এইসব শিক্ষিত যুবক-যুবতীরা জীবন জীবিকার তাগিদে গড়ে তুলেছে “সারা বাংলা কৃষক বন্ধু সহায়ক কর্মচারী সংগঠন”। মাসিক ভিত্তিতে সাম্মানিক ভাতা, কাজের নিশ্চয়তা ও নিরাপত্তা এমন তিন দফা দাবী নিয়ে ৫ জুন জেলা সদর সিউড়িতে জেলা উপ কৃষি অধিকর্তার (প্রশাসন) নিকটে এই কর্মী সংগঠন ডেপুটেশন দেন। এই দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যস্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাশীঘ্র পাঠানো হবে বলে আধিকারিক আশ্বস্ত করেন। এ তথ্য জানিয়েছেন সংগঠনের বীরভূম জেলা সভাপতি রাহুল কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *