
শম্ভুনাথ সেনঃ
দীর্ঘ প্রায় ৩৮ বছর কর্মজীবন শেষ করে ৩১ জুলাই ২০২৫ অবসর নিলেন বীরভূম জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক মৌসুমী চ্যাটার্জী। তাঁর হাত থেকে এদিন দায়িত্বভার বুঝে নেন সিধু কানু লাইব্রেরীর লাইব্রেরিয়ান সুদীপ কুমার মন্ডল। এদিন বিদায়ী গ্রন্থাগারিক মৌসুমী চ্যাটার্জিকে লাইব্রেরী পরিচালন সমিতির সদস্য সৌরভ কুমার পাল সেইসঙ্গে গ্রন্থাগারের অন্যান্য কর্মীবৃন্দ এবং তাঁর বন্ধুরা ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানান। সিউড়ি আর,টি গার্লস স্কুল থেকে স্কুল জীবন, পরবর্তীতে সিউড়ি বিদ্যাসাগর কলেজ স্নাতক হবার পর লাইব্রেরী সায়েন্সে ডিগ্রী অর্জন করেন।

১৯৮৭ সালের ৩০ এপ্রিল প্রথম সিউড়ি সামসুজ্জোহা জাকিয়া পাবলিক লাইব্রেরীতে গ্রন্থাগারিক পদে যোগ দিয়ে কর্ম জীবন শুরু হয়। তারপর দীর্ঘজীবন কাটে গ্রামীণ লাইব্রেরী সহ বোলপুর ও দুবরাজপুর টাউন লাইব্রেরীতে। পরবর্তীতে তিনি নদীয়া জেলা গ্রন্থাগারিক হিসেবে যোগদান করেন। সেখান থেকে স্থানান্তরিত হয়ে ২০১৬ সালের ৩ মার্চ তিনি বীরভূম জেলা গ্রন্থাগারিক পদে যোগ দেন। অবসর জীবন পর্যন্ত বীরভূম জেলা গ্রন্থাগারের দায়িত্বে ছিলেন তিনি। এদিন জেলা গ্রন্থাকারে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। সুস্থ জীবন কামনা করেন তাঁর শুভানুধ্যায়ীরা।

