
শম্ভুনাথ সেনঃ
পারিবারিক অশান্তির জেরে বীরভূমের মুরারই থানার বঠিয়া গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ বেবি মাল (৩২)। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আজ ১ আগস্ট সকাল সাড়ে আটটা নাগাদ বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবার এবং পড়শিরা তাড়াতাড়ি দড়ি খুলে নামিয়ে মুরারই গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর মুরারই থানার পুলিশ মরদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভমেন্ট হসপিটালে পাঠায়। বেবি মালের বাবার বাড়ি ঝাড়খন্ডে। তার এক পুত্র এক কন্যা সন্তান রয়েছে বলে পরিবার সূত্রে খবর। এ পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম