
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সদর সিউড়ি সংলগ্ন জাতীয় সড়কের উপর তিলপাড়া মিহিরলাল ব্যারেজের এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের পিলারে ফাটল দেখা দিয়েছে। গতকাল সন্ধ্যা হতেই ব্রিজের একাধিক জায়গায় ফাটল দেখা দিতে আতঙ্ক ছড়ায় জেলাজুড়ে। ইতিমধ্যে ব্রীজের উপর ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছে বীরভূম জেলা প্রশাসন। এমনকি যাত্রীবাহী বাস চলাচলের ক্ষেত্রেও ব্রীজের উপর যাত্রী খালি করে পারাপার করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আমনদীপ, বীরভূম জেলাশাসক বিধান রায় সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্তারা। শুধুমাত্র পথ চলতি মানুষ, দুই চাকার গাড়ি চলাচলে কোন বাধা-নিষেধ নেই বলে সরকারি সূত্রে খবর।

ছবি: মোহাম্মদ আমিন নাশিদ, সিউড়ি বীরভূম