
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তিলপাড়া ব্যারেজের বেহাল দশা। আর এই অবস্থার জন্য দায়ী বীরভূম জেলা প্রশাসন। এমনই প্রতিবাদ নিয়ে আজ ২ আগষ্ট পথে নামে বীরভূম জেলা বিজেপি। উল্লেখ্য, বীরভূমের বুক চিরে সদর সিউড়ি ছুঁয়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সড়কপথে প্রধান যোগাযোগকারী রাস্তা ১৪ নম্বর জাতীয় সড়ক। এই সড়কের মধ্যে সিউড়ি সংলগ্ন ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ অর্থাৎ মিহিরলাল সেতু। এই সেতুর বেহাল দশা। ভেঙে গেছে তিলপাড়া ব্যারেজের ডাউন স্ট্রিমের একাংশ। কোথাও কোথাও ভাসমান অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ এই ব্যারেজের নিচের অংশ। দীর্ঘদিন ধরে মেরামতির অভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে ব্রীজের নিচের অংশগুলি। জোর কদমে চলছে মেরামতির কাজ। কিন্তু বাধা আনছে ঝাড়খন্ড ও বীরভূমের অতিরিক্ত বৃষ্টি। ফলে এই অবস্থাতেই জল ছাড়তে হচ্ছে এই ব্যারেজ থেকে। স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জের মুখে পড়েছে মেরামতির কাজ। একাধিক জায়গায় দেখা দিয়েছে বড় বড় ফাটল।

সেই জন্যই গতকাল বৈকাল নাগাদ সিউড়ি তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে যান বীরভূমের জেলা প্রশাসনের আধিকারিকেরা। শোচনীয় অবস্থার কারণে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় সমস্ত ধরনের ভারী যান চলাচল। আর সেই ব্যারেজের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ায় প্রতিবাদে আজ সদর সিউড়িতে রাস্তায় নামে জেলা বিজেপি নেতৃত্বরা। প্রশাসনিক ব্যর্থতার প্রশ্ন তুলে বিজেপি কার্যকর্তারা সিউড়ি শহরে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেখানেই বেধে যায় পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের তর্কাতর্কি চলে। তারপর পরিস্থিতির সামাল দিতে ব্যর্থ হলে বীরভূম সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকদের চ্যাংদোলা করে সিউড়ি থানায় নিয়ে যাই সিউড়ি থানার পুলিশ।
