সুফল বাংলার মাধ্যমে জৈব প্রযুক্তিতে উৎপাদিত সবজি মিডডে মিলের জন্য সরবরাহ শুরু খয়রাসোল ব্লক এলাকার বিদ্যালয়ে

সেখ রিয়াজুদ্দিনঃ

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপনণ দপ্তরের উদ্যোগে ও বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায় সুফল বাংলার মাধ্যমে জৈবিক ভাবে উৎপাদিত সবজি মিডডে মিলের জন্য বিদ্যালয়ে সরবরাহ করা হয় সোমবার। জানা যায় লোকপুর থানার ছোড়া প্রাথমিক বিদ্যালয় এবং রুপুষপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন খয়রাশোল পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার ফার্মাস প্রোডিউসার কোম্পানির দ্বারা পরিচালিত কৃষকদের কাছ থেকে জৈব প্রযুক্তিতে উৎপাদিত সব্জি সংগ্রহ করা হয়। পাশাপাশি কৃষকদের উৎপাদিত আলু হিমঘরে রাখার পর সঠিক মূল্য না পাওয়ায় সেগুলোও সংস্থা কর্তৃক বেশী দামে ক্রয় করে বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের জন্য সরবরাহ শুরু করা হয়।আগামীতে সব্জি, ডাল শষ্য ও আলু সঠিক মূল্য সরবরাহ করা হবে বলে জানালেন উক্ত সংস্থার ডাইরেক্টর সজল মন্ডল।সঠিক মূল্যে সবজি, ডালশষ্য ও আলু আগামীতেও সরবরাহের কথা জানতে পেরে শিক্ষক শিক্ষিকারা বেজায় খুশি।এদিন সোমবার প্রাথমিক পর্যায়ে তিনটি বিদ্যালয়ে গিয়ে জৈব প্রযুক্তিতে সবজি, ডালশষ্য ও আলু সরবরাহ করা হয় সংস্থার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *