মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখানোর প্রতিবাদে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল

সেখ রিয়াজুদ্দিনঃ

সম্প্রতি সিউড়ি তিলপাড়া সেতুতে ফাটল দেখা দেয়। এনিয়ে জেলা প্রশাসন উক্ত সেতুর উপর দিয়ে সমস্ত যানচলাচল বন্ধ করে দেয়। সে নিয়ে বিজেপি শনিবার সিউড়ি শহরের মধ্যে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পাশাপাশি প্রশাসন ভবনের গায়ে গ্লোসাইন বোর্ডে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখানোর খবর চাউর হতেই তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি বিজেপির জেলা নেতৃত্ব সহ ২৬ জন বিজেপি কর্মী সমর্থকদের আটক করে সিউড়ি থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখানোর ঘটনার প্রতিবাদ জানাতে এবং দলীয় কর্মসূচি নিয়ে আলোচনার জন্য সদ্য তৃণমূল কংগ্রেসের জেলা আহ্বায়ক দায়িত্ব পাওয়ার পরেই অনুব্রত মণ্ডল তৃণমূল জেলা কোর কমিটি এবং জেলা কমিটির বৈঠক ডাকেন। সেখানেই সিদ্ধান্ত হয় সোমবার সমগ্র জেলা জুড়ে প্রতিটি ব্লক ও শহর এলাকায় বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিলের। সেই মোতাবেক জেলার প্রতিটি ব্লক ও শহর এলাকায় এদিন তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। রামপুরহাট শহরের ধিক্কার মিছিলে উপস্থিত রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আশিষ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিউড়ি শহরের ধিক্কার মিছিলের অগ্রভাগে ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী প্রমুখ নেতৃবৃন্দ।খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমুল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃনাল কান্তি ঘোষ, কমিটির দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। এছাড়াও ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক দেবব্রত বিশ্বাস সাহা, সেখ জয়নাল সহ দশটি অঞ্চল তৃণমূল নেতৃত্ব। অনুরূপ রাজনগর, দুবরাজপুর, মহম্মদবাজার, সাঁইথিয়া সহ প্রতিটি ব্লক ও শহর এলাকায় বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিলের খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *