টায়ার জ্বালিয়ে, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির, খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিনঃ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা গো ব্যাক স্লোগান তুলে কালো পতাকা দেখায়। এমনকি গাড়ি ভাঙচুরের ও অভিযোগ ওঠে। উক্ত ঘটনার প্রতিবাদে বীরভূম জেলা জুড়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি পালিত হয় মঙ্গলবার। জেলার অন্যান্য জায়গার ন্যায় খয়রাসোল থানার পাঁচড়া মোড়ে রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বুথ সশক্তিকরনের কো ইনচার্জ অনুপম বাগ, ২ নম্বর মন্ডল সভাপতি উৎপল সাঁই, ৩ নম্বর মন্ডল সভাপতি দেবব্রত গুপ্ত, নৃপেন্দ্র নাথ সাহা সহ অন্যান্য দলীয় কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *