
সেখ রিয়াজুদ্দিনঃ
কেন্দ্রের এফআরএস অবিলম্বে বাতিল করা। স্মার্ট মোবাইল কিনতে কর্মীদের ১৫ হাজার টাকা প্রদান। মাসিক ২৬ হাজার টাকা ভাতা। অবসরকালীন গ্রাচুইটি। মাসিক ১০ হাজার টাকা পেনসন। ২০১৪ সালে যারা অবসরকালীন ভাতা পাননি তাদের কমপক্ষে তিন লক্ষ টাকা দেওয়া। অবিলম্বে শূন্যপদে নিয়োগ। কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি। শ্রমকোড বাতিল প্রভৃতির দাবিতে সিপিআইএম প্রভাবিত শ্রমিক সংগঠন সিআইটিইউ এর আওতায় পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী ও সহায়িকারা বীরভূম জেলা ডিপিও কে ডেপুটেশন প্রদান করে । এদিন সিউড়ি রেডক্রস প্রাঙ্গন থেকে একটি সুসজ্জিত মিছিল শুরু হয়ে পুলিশ লাইন, বাসস্ট্যান্ড পরিক্রমা করে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। উপরিউক্ত দাবির সমর্থনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ বীরভূম জেলার সাধারন সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী, সংগঠনের নেত্রী হীরামতি সোম, কেনিজ রবিউল ফতেমা, সামিমা ইয়াসমিন প্রমূখ। বক্তারা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এফআরএস নামে এক অদ্ভূত নিয়ম চালু করছে। যেখানে শিশুর অভিভাবকদের মুখের ছবি না মিললে মিলবেনা খাবার। কেন এই আইন? যেখানে শিশুও মায়ের পুষ্টির জন্য এই আইসিডিএস প্রকল্প সেখানে কেন এই আইন বেঁধে দেওয়া হলো? সরকার আর চাইছেনা এই দায়িত্ব নিতে। তারই একটা অজুহাত মাত্র। সভা পরবর্তীতে সংগঠনের একদল প্রতিনিধি গিয়ে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন ডিপিও র হাতে।