
শম্ভুনাথ সেনঃ
একটানা প্রবল বৃষ্টির জেরে বীরভূমের লাভপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কুয়ে নদীর জল বিপদ সীমার উপরে বয়ছে। নদী বাঁধ ভেঙ্গে জামনা, ঠিবা, জয়চন্দ্রপুর, হরিপুর, চতুর্ভুজপুর সহ অন্তত ১৫টি গ্রামে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। ডুবে গেছে চাষের জমি। বিশেষ করে ঠিবার কাঁন্দরকূলা থেকে বাঘসিনহা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তায় নদীর জল ঢুকে পড়ায় যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চরম বিপদের মুখে পড়েছেন এলাকার চাষীরা। ধান সহ একাধিক ফসল জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি দপ্তরের তৎপরতা বেড়েছে। ইতিমধ্যেই জেলার উচ্চপদস্থ কৃষি আধিকারিকেরা এলাকা পরিদর্শন করেন এবং চাষীদের ক্ষতিপূরণ বাবদ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। কৃষি বীমায় ক্ষতিপূরণ পাওয়ার জন্য শুরু হয়েছে ফর্ম বিতরণ। খুব শীঘ্রই ক্যাম্প করেও বীমার ব্যবস্থা করা হবে বলে সরকারি সূত্রের খবর। অন্যদিকে যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলিতে জেলা প্রশাসনও তৎপর। কীর্ণাহার থানার উদ্যোগে ১৫০টির বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। জলবন্দি মানুষজন নৌকার মাধ্যমে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। ইতিমধ্যেই একাধিক ত্রাণ শিবির চালু হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।