প.ব. সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বীরভূম জেলা জুড়ে রাখি বন্ধন উপলক্ষে “সংস্কৃতি দিবস” উদযাপিত হল

শম্ভুনাথ সেনঃ

প্রতিবছরের ন্যায় এবারও আজ ৯ আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগ বীরভূমের ব্লক ও পৌর স্তরে “রাখি বন্ধন উৎসব” উদযাপিত হয়। সিউড়ি, বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া, দুবরাজপুর, মুরারই, ইলামবাজার এমন ১৯টি ব্লক ও জেলার ৬টি পৌরসভায় দিনটি পালিত হয় সংস্কৃতি দিবস রূপে। উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে এদিন পথ চলতি সাধারণ মানুষজনের হাতে রাখি বেঁধে দেওয়া হয়। মিষ্টিমুখ ও আপ্যায়নে ছড়িয়ে দেওয়া হয় সম্প্রীতির বার্তা।

ইলামবাজারে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় ও পরে রবীন্দ্রনাথ ও নজরুল এর ছবিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দুবরাজপুর পৌরসভায় পুরপিতা পীযুষ পাণ্ডে সকলের হাতে রাখি বেঁধে দেন। মুরারই ১ নম্বর ব্লকের রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি খোকন শর্মা এবং সহ-সভাপতি আফতাব আহমেদ সহ আরো অনেকেই। রবীন্দ্রসঙ্গীতের সুরের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সবশেষে দিনটি উদযাপনের তাৎপর্য তুলে ধরেন উদ্যোক্তারা। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *