
শম্ভুনাথ সেনঃ
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাইক আরোহী এক যুবক। গুরুতর আহত দুই শিশু সহ মোট ৪ জন। ঘটনাটি ঘটেছে ১০ আগস্ট, দুপুরে বীরভূমের মল্লারপুর থানার কলেজ মোড়ের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিউড়ি থেকে আসা একটি বাইক ও মল্লারপুর থেকে সিউড়ি যাওয়া অপর একটি বাইকের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আরোহী এক যুবকের। মৃতের নাম ঈদেল সেখ, বাড়ি মল্লারপুর থানার রুকুনপুর গ্রামে। অন্যদিকে অপর বাইকে থাকা ৪ জন গুরুতর জখম হন। তাঁদের মধ্যে দুই শিশু রয়েছে। আহতদের বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানার সেকেড্ডা গ্রামে। আহতরা হলেন—মশগুল রহমান, ফারহিনা বিবি, মিষ্টি খাতুন ও মৌ খাতুন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে মল্লারপুর থানার পুলিশ।