বীরভূমের দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে শুরু হল ৬২ তম “সত্যানন্দ শীল্ড টুর্নামেন্ট“

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগ ও পরিচালনায় দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে ১০ আগস্ট থেকে শুরু হল ৬২ তম “শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ আগস্ট। আজ এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন স্থানীয় পুরপ্রধান পীযুষ পাণ্ডে, দুবরাজপুর থানার ওসি মনোজ কুমার সিং, বিশিষ্ট আইনজীবী মলয় মুখোপাধ্যায় সহ বহু শুভানুধ্যায়ী ও আশ্রমের মহারাজরা। প্রথমেই সারদা বিদ্যাপীঠের ছাত্ররা সত্যানন্দদেবের প্রতিকৃতি নিয়ে মাঠ পরিক্রমা করে। আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজের মঙ্গলাচরণের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। আশ্রমের ক্রীড়া পতাকা উত্তোলন করেন স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজ। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজ তাঁর গুরুদেব ঠাকুর সত্যানন্দদেবের নামে ৬২ বছর আগে এই শীল্ড টুর্নামেন্ট শুরু করেছিলেন। জেলার বুকে এ এক অনন্য নজির। উল্লেখ্য, ৮ টি দল নিয়েই এবারের এই টুর্নামেন্ট শুরু হয়েছে। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ আগস্ট। ঐদিন বিজয়ী ও বিজেতাদের হাতে সত্যানন্দ ট্রফি সহ নগদ ১৫ হাজার এবং ১০ হাজার টাকা তুলে দেওয়া হবে। এদিন উদ্বোধনী খেলায় পশ্চিম বর্ধমানের জামুরিয়া শ্যাম মেটালিক ফুটবল একাডেমির সঙ্গে মুখোমুখি লড়াই হয় বীরভূমের সদর সিউড়ি “মায়ের আশীর্বাদ”ক্রীড়া সংস্থার। টানটান উত্তেজনায় শ্যাম মেটালিক একাডেমি ৫-০ গোলে জয়ী হয়। এদিন মাঠের চারপাশ জুড়ে ছিল বহু ফুটবলপ্রেমী দর্শকদের ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *