
শম্ভুনাথ সেনঃ
পদ্মফুল তুলতে গিয়ে এক ব্যক্তির জলে ডুবে মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। তিন দিন আগে ওই পুকুরে পদ্মফুল তুলতে গিয়ে বীরভূমের মুরারই থানা ডুরিয়া গ্রামের কৃষ্ণচন্দ্র সরকার নামে ওই ব্যক্তি জলে ডুবে যায়। তিন দিন ধরেই সে নিখোঁজ ছিল। আজ ১২ আগস্ট সকালবেলা মুখাগ্নি এলাকা ও গোপালপুর সংলগ্ন ঐ পুকুরে দলের ভেতর ওই ব্যক্তির দেহ ভাসতে দেখে স্থানীয় মানুষজন। তারপর তারা থানায় খবর দেন। এদিকে ডুরিয়া গ্রামের নিখোঁজ ব্যক্তির পরিবার ও আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। এবং বডিটি সনাক্ত করে তারা জানায় তার নাম কৃষ্ণচন্দ্র সরকার। শেষ পর্যন্ত পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে মুরারই থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য জন্য রামপুরহাট গভমেন্ট হাসপাতালে পাঠানো হয়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
