জেলা বিজেপির উদ্যোগে বীরভূমের রামপুরহাটে সাড়ম্বরে শুরু হল ভারত মাতার পুজো

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলা বিজেপির উদ্যোগে রামপুরহাটে ১৪-১৫ আগস্ট শুরু হলো “ভারত মাতার পুজো”। ভারত মায়ের আরাধনা স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি জাতীয়তাবাদী অনুষ্ঠান। যেখানে ভারত মাতাকে দেবীরূপে কল্পনা করা হয়। “ভারত মাতা” শব্দটি প্রথম ব্যবহার করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭০ খ্রীস্টাব্দে ‘আনন্দমঠ’ উপন্যাসে বঙ্গমাতা নামটি ব্যবহার করেন তিনি। পরবর্তীকালে ১৯০৫ খ্রীস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর “ভারত মাতা” চিত্রটি আঁকেন। এই ছবিতে ভারত মাতা কে একটি লাল রঙের বেনারসি শাড়ি পরিহিত হাতে জাতীয় পতাকা এবং কখনো পদ্মের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই পূজা কেবল একটি ধর্মীয় আচার নয় এটি দেশপ্রেম এবং জাতীয়তাবোধের একটি গুরুত্বপূর্ণ অভিব্যক্তি।
প্রতিবারের মতো এবারও আজ ১৪ আগস্ট বিজেপির রামপুরহাট নগর মণ্ডলের আয়োজন ও ব্যবস্থাপনায় রামপুরহাটের কামারপট্টি মোড়ে ভারত মায়ের পূজো অনুষ্ঠিত হয়। মোড়ের বেশ কিছু দোকান ও পথ চলতি মানুষদের বিজেপি কার্যকর্তাদের পক্ষ থেকে তিরঙ্গা পতাকা বিতরণ করা হয়। সকাল থেকেই ঘট ভরা, ফুল, ফল নানা নৈবেদ্য সাজিয়ে পুজো শুরু হয়। উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল, রামপুরহাট টাউন প্রেসিডেন্ট অর্পণ নাগ, সহ-সভাপতি স্বরূপ রতন সিনহা, মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *