
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মরত নার্সের সঙ্গে তর্কবিতর্ক করার আভিযোগে এক অস্থায়ী কর্মীকে বহিস্কার করার প্রতিবাদে হাসপাতালের সুপারের কাছে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের। আজ ১৩ আগস্ট বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপির দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত ৭ আগষ্ট বীরভূমের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক কর্তব্যরত নার্সের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন হাসপাতালের এক বেসরকারী সংস্থার অস্থায়ী কর্মী নুরুল হাসান। সেই অভিযোগে ঐ বেসরকারী সংস্থার কাছে ওই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট এমএসভিপি। অ্যাসিস্ট্যান্ট এমএসভিপির অভিযোগের পরিপেক্ষিতে অভিযুক্ত অস্থায়ী কর্মী নুরুল হাসানকে বহিস্কার করে ঐ বেসরকারী সংস্থা। তারই প্রতিবাদে এবং ওই কর্মীকে পুনরায় কাজে বহাল করার দাবীতে আজ হাসপাতালের সুপারের কাছে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরে হাসপাতালের এমএসভিপির কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা।
